অন্যের ব্যথায় সমব্যথী হওয়া এবং পরের বিপদে সহযোগিতার হাত প্রসারিত করা একটি মহৎ গুণ। এক ধরনের নেকীর কাজ। হিতৈষী মনোভাব ও সহমর্মিতার গুণ ছাড়া মানবিকতা ও মহানুভবতার বিকাশ পূর্ণতা পায় না। আর্ত-মানবতার সেবায় সব সময় সবার পাশে এস আর সমাজকল্যাণ সংস্থা ,জয় হোক মানবতার সেবা। ধন্যবাদ এস আর সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সেস্বাসেবীদের যারা প্রতিদিন মানব সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।